3 years ago
Sristi Tomar Sob
Lyrics
অবারিত সবুজ ও নীল আকাশের
আঁচল বিছিয়ে দেয়া ঢেকে রাখা বন
ঝর্ণা ও নদী চলে
মাঠ ভরা ফুল ফলে
বিমোহিত করে সদা আমারই মন
পাহাড়ের সাথে মিশে সাদামেঘ মালা
সূর্য্যের সাথে করে লুকোচুরি খেলা।
মৃদু স্বরে পাখি গায়
দূরে দূরে ছুটে যায়
নীড়ে আসে ফিরে সব গোধূলি লগন
বিমোহিত করে সদা আমারই মন
তৈরি নিপুণ হাতে এই কারুকাজ
ছুঁয়ে যায় মন টানে অপরূপ সাজ
চাঁদ তারা জোনাকির মিটিমিটি আলো
দূর করে হৃদয়ের যতো সব কালো
সৃষ্টি তোমার সব
দয়াময় ওগো রব
তোমার জিকির করে সারাটি ভুবন
বিমোহিত করে সদা আমারই মন
Writer(s): Hasan Akhter, Yakub Al Hasan
Copyright(s): Lyrics © DistroKid
Lyrics Licensed & Provided by LyricFind
The Meaning of Sristi Tomar Sob
Be the first!
Post your thoughts on the meaning of "Sristi Tomar Sob".