9 years ago
Boner Bhalobasa
Lyrics
দুইটি দেহে একটি হৃদয়
একই স্বপ্ন-আশা
নাই তুলনা বোনের প্রতি
বোনের ভালোবাসা
আপু তুমি ব্যথা পেলে
আমার হৃদয় কাঁদে
বদন তোমার মলিন হলে
হারাই অবসাদে।
তুমি আমার স্নেহের আপু
আছো হৃদয় কোণে
ভীষণ মধুর সময় কাটে
সদা তোমার সনে
আমরা দুবোন বুঝতে পারি
দু'য়ের মনের ভাষা
বাবা-মায়ের স্নেহ-ছায়ায়
আমরা দুটি বোন
যেমন আছি, তেমন যেন
থাকি আজীবন
বিদ্যালয়ে তোমার সাথে
যেতে লাগে ভালো
আমার কাছে আপু তুমি
জীবন চলার আলো
তুমি আমার খেলার সাথী
গল্প-গানের পাখি
পরম আদর ভালোবাসায়
তোমায় আগলে রাখি।
দুটি বোনের মায়ার বাঁধন
সোহাগ দিয়ে ঠাসা
Writer(s): Hasan Akhter, Numan Rahim, Shahjahan Shahed
Copyright(s): Lyrics © DistroKid
Lyrics Licensed & Provided by LyricFind
The Meaning of Boner Bhalobasa
Be the first!
Post your thoughts on the meaning of "Boner Bhalobasa".