3 years ago
Allah Tumi Sristikari
Lyrics
আল্লাহ তুমি সৃষ্টিকারী
সকল জীবের লালনকারী
তোমার নামে নিরবধি
জীবন পথে দেব পাড়ি
তোমার দয়ায় পাখি গায়
ঝর্ণা ধারা ছুটে যায়
কুলুকুলু নদীর ঐ গান
কোকিলেরই কুহুতান
সবই তোমার সৃষ্টি প্রভু
তুমি সবার পালনকারী
মৌনতা ঐ আকাশে
ছবি আঁকা সবুজে
মুগ্ধ মধুর হৃদয় আমার
পায় খুঁজে যে রুপ তোমার
শিল্পীর সেরা শিল্পী তুমি
গাই যে গান তোমারি
Writer(s): Hasan Akhter
Copyright(s): Lyrics © DistroKid
Lyrics Licensed & Provided by LyricFind
The Meaning of Allah Tumi Sristikari
Be the first!
Post your thoughts on the meaning of "Allah Tumi Sristikari".