JochonaHoto
Lyrics
এই জোছনা, যদি মেঘে ঢেকে যায়
তুমি অভিমান করো না।
এই রোদেলা দিন, হয় যদি বিষাদময়
তুমি অভিযোগ করো না।
এই জোছনা, যদি মেঘে ঢেকে যায়
তুমি অভিমান করো না।
এই রোদেলা দিন, হয় যদি বিষাদময়
তুমি অভিযোগ করো না।
আমি আছি তোমার সাথে
জোছনার রুপালি আলো হয়ে
বিষাদের ঘনঘটা
দূর করে আজ দেবো বলে।
তুমি কথা দাও, তুমি কথা দাও, তুমি কথা দাও
দূরে সরে যাবে না।
এই কুয়াশায়, যদি আমি হারিয়ে যাই
তুমি আমার সাথে এসো।
এই বরষা দিনে, যদি বলি ভালবাসি
তুমি আমায় ভালবেসো।
আমি আছি তোমার সাথে
জোছনার রুপালি আলো হয়ে
বিষাদের ঘনঘটা
দূর করে আজ দেবো বলে।
তুমি কথা দাও, তুমি কথা দাও, তুমি কথা দাও
দূরে সরে যাবে না।
Writer(s): Kazi Mostafa, Safayet Isma
Copyright(s): Lyrics © DistroKid
Lyrics Licensed & Provided by LyricFind
The Meaning of JochonaHoto
Be the first!
Post your thoughts on the meaning of "JochonaHoto".