
Amar Bangladesh
Lyrics
আমার গর্ব, আমার স্বর্গ, আমার মাতৃভূমি
জন্মেছি তাতে গর্বিত, তুমি স্বপ্নপুরের রাণী
তোমার কোলে জন্মেছি বলে আমি আজ চিরসুখী
শহীদরা যে জীবন দিলো কান্নার জলে লিখি
একাত্তরের ত্রিশলক্ষ প্রাণের বিনিময়ে
অর্জিত এই দেশ নিলো দেখো নয়টি মাস সময়
বাংলাদেশ, আমার বাংলাদেশ
কত শত কবি, কত শত গান দিয়েছে যে উপহার
শুরু তাঁরা লিখেছিলো তবে বাকি ছিল উপসংহার
তাই গাই আমি গাই তোমার অবদান
তাই সুর করে গাইছি আমি এই বাংলার গান
একাত্তরের ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে
অর্জিত এই দেশ নিলো দেখো নয়টি মাস সময়
বাংলাদেশ, আমার বাংলাদেশ
সবুজের দেশ নদীর জালে ঘেরা
মাঝে লালের বৃত্তটায়, আমার আবেগ লুকায়
জানো কি
সবুজের দেশ, নদীর জালে ঘেরা
এই আমার বাংলাদেশ,তোমার আমার বাংলাদেশ সবার
Writer(s): Montasir Rakib
Copyright(s): Lyrics © O/B/O DistroKid
Lyrics Licensed & Provided by LyricFind
The Meaning of Amar Bangladesh
Be the first!
Post your thoughts on the meaning of "Amar Bangladesh".
